আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১৮. রোযার অধ্যায়

হাদীস নং: ৬৪৪
রোযার অধ্যায়
৭. প্রবাসে রোযা রাখা
রেওয়ায়ত ২৬. হিশাম ইবনে উরওয়াহ (রাহঃ) বলেনঃ উরওয়াহ (রাহঃ) রমযানে সফর করিতেন, আমরাও তাহার সাথে সফর করিতাম। অতঃপর উরওয়াহ (রাহঃ) রোযা রাখিতেন কিন্তু আমরা রোযা রাখিতাম না, তিনি আমাদিগকে রোযা রাখিতে বলিতেন না।
كتاب الصيام
بَاب مَا جَاءَ فِي الصِّيَامِ فِي السَّفَرِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّهُ كَانَ يُسَافِرُ فِي رَمَضَانَ وَنُسَافِرُ مَعَهُ فَيَصُومُ عُرْوَةُ وَنُفْطِرُ نَحْنُ فَلَا يَأْمُرُنَا بِالصِّيَامِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ৬৪৪ | মুসলিম বাংলা