আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১৮. রোযার অধ্যায়

হাদীস নং: ৬৪১
রোযার অধ্যায়
৭. প্রবাসে রোযা রাখা
রেওয়ায়ত ২৩. আনাস ইবনে মালিক (রাযিঃ) বলেনঃ আমরা রমযানে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সফর করিয়াছি। অতঃপর কোন রোযাদার রোযাভঙ্গকারীর উপর দোষারোপ করেন নাই এবং কোন রোযাভঙ্গকারীও কোন রোযাদারের উপর দোষারোপ করেন নাই।
كتاب الصيام
بَاب مَا جَاءَ فِي الصِّيَامِ فِي السَّفَرِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ قَالَ سَافَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ فَلَمْ يَعِبْ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মুওয়াত্তা মালিক - হাদীস নং ৬৪১ | মুসলিম বাংলা