আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৫৩৭
২২৯৯. আল্লাহর বাণীঃ আর যখন ইবরাহীম (আলাইহিস সালাম) বললেনঃ হে আমার প্রতিপালক! কীভাবে তুমি মৃত্যুকে জীবিত কর তা আমাকে দেখাও । (২ঃ ২৬০)
৪১৮১। আহমদ ইবনে সালিহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) বলেছেন যে, ইবরাহীম (আলাইহিস সালাম) যখনرَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى “প্রভু! তুমি আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত কর? তখন তাঁর তুলনায় আমরা সন্দেহ পোষণের ক্ষেত্রে অধিক যোগ্য ছিলাম।فصرهن শব্দের অর্থ হচ্ছে ‘সেগুলোকে টুকরো টুকরো করুন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন