আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ৫৩৬
১০. মুর্দার দাফন সম্পর্কে যাহা বর্ণিত হইয়াছে
রেওয়ায়ত ৩১. মালিক (রাহঃ) বর্ণনা করেন- সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রাযিঃ) এবং সাঈদ ইবনে যায়দ ইবনে আমর ইবনে নুফাইল (রাযিঃ) আকিক নামক স্থানে ওফাত পান। তাহাদিগকে মদীনায় আনা হয় এবং সেখানে দাফন করা হয়।
بَاب مَا جَاءَ فِي دَفْنِ الْمَيِّتِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ غَيْرِ وَاحِدٍ مِمَّنْ يَثِقُ بِهِ أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ وَسَعِيدَ بْنَ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ تُوُفِّيَا بِالْعَقِيقِ وَحُمِلَا إِلَى الْمَدِينَةِ وَدُفِنَا بِهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ৫৩৬ | মুসলিম বাংলা