আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ৫২৯
৯. জানাযার নামাযের বিবিধ আহকাম
রেওয়ায়ত ২৪. মালিক (রাহঃ) বলেনঃ তাহার নিকট খবর পৌছিয়াছে যে, উসমান ইবনে আফফান (রাযিঃ), আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) এবং আবু হুরায়রা (রাযিঃ) মদীনায় পুরুষ ও স্ত্রীলোকের জানাযার নামায (একত্রে) পড়িতেন। তখন তাহারা পুরুষদিগকে (লাশ) ইমামের নিকট, স্ত্রীলোকদিকে (লাশ) কিবলার কাছে রাখিতেন।
بَاب جَامِعِ الصَّلَاةِ عَلَى الْجَنَائِزِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ وَعَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ وَأَبَا هُرَيْرَةَ كَانُوا يُصَلُّونَ عَلَى الْجَنَائِزِ بِالْمَدِينَةِ الرِّجَالِ وَالنِّسَاءِ فَيَجْعَلُونَ الرِّجَالَ مِمَّا يَلِي الْإِمَامَ وَالنِّسَاءَ مِمَّا يَلِي الْقِبْلَةَ


বর্ণনাকারী: