আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ৫১৮
৪. জানাযার পিছনে আগুন লইয়া চলা নিষেধ
রেওয়ায়ত ১৩. আবু সাঈদ মকবুরী (রাযিঃ) হইতে বর্ণিত- আবু হুরায়রা (রাযিঃ) তাহার মৃত্যুর পর পিছনে আগুন লইয়া চলিতে নিষেধ করিয়াছেন।
ইয়াহ্ইয়া (রাহঃ) বললেনঃ আমি শুনিয়াছি যে, মালিক (রাহঃ) ইহাকে মাকরূহ জানিতেন।
ইয়াহ্ইয়া (রাহঃ) বললেনঃ আমি শুনিয়াছি যে, মালিক (রাহঃ) ইহাকে মাকরূহ জানিতেন।
بَاب النَّهْيِ عَنْ أَنْ تُتْبَعَ الْجَنَازَةُ بِنَارٍ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ نَهَى أَنْ يُتْبَعَ بَعْدَ مَوْتِهِ بِنَارٍ قَالَ يَحْيَى سَمِعْت مَالِك يَكْرَهُ ذَلِكَ
