আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১৫. কুরআনে কারীম সংশ্লিষ্ট

হাদীস নং: ৫০৫
১০. ফজর ও আসরের পর নামায নিষিদ্ধ হওয়া
রেওয়ায়ত ৫০. সায়িব ইবনে ইয়াযিদ (রাহঃ) হইতে বর্ণিত- তিনি উমর ইবনে খাত্তাব (রাযিঃ)-কে দেখিয়াছেন যে, তিনি [উমর (রাযিঃ)] আসরের পর নামায পড়ার কারণে মুনকাদির (রাহঃ)-কে প্রহার করিতেছেন।
بَاب النَّهْيِ عَنْ الصَّلَاةِ بَعْدَ الصُّبْحِ وَبَعْدَ الْعَصْرِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ أَنَّهُ رَأَى عُمَرَ بْنَ الْخَطَّابِ يَضْرِبُ الْمُنْكَدِرَ فِي الصَّلَاةِ بَعْدَ الْعَصْرِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান