আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৫২৯
২২৯৩. আল্লাহর বাণীঃ তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্দতকাল পূর্ণ করে, তবে স্ত্রীগণ নিজেদের (পছন্দমতো) স্বামীদেরকে বিয়ে করতে চাইলে তোমরা তাদের বাধা দিও না (যদি তারা পরস্পর সম্মত হয়) (২ঃ ২৩২)
৪১৭৩। উবাইদুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) ......... মা‘কিল ইবনে ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমার এক বোনের বিয়ের পয়গাম আমার নিকট পেশ করা হয়। আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন যে, ইবরাহীম (রাহঃ) ইউনুস (রাহঃ) থেকে, তিনি হাসান বসরী (রাহঃ) থেকে এবং তিনি মা‘কিল ইবনে ইয়াসার (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। আবু মা‘মার (রাহঃ)...... হাসান (রাযিঃ) থেকে বর্ণিত যে, মা‘কিল ইবনে ইয়াসার (রাযিঃ)-এর বোনকে তার স্বামী তালাক দিয়ে তারপর পৃথক করে রাখে। যখন ‘ইদ্দত পালন পূর্ণ হয় তখন তার স্বামী তাকে আবার পয়গাম পাঠায়। এতে মা‘কিল (রাযিঃ) অমত পোষণ করেন। তখন এ আয়াত অবতীর্ণ হয়।فَلاَ تَعْضُلُوهُنَّ أَنْ يَنْكِحْنَ أَزْوَاجَهُنَّ ‘‘তারা তাদের স্বামীর সাথে পুনরায় বিধিমত বিবাহসূত্রে আব্দ্ধ হতে চাইলে তাদের তোমরা বাঁধা দিওনা। (২: ২৩২)


বর্ণনাকারী: