আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১৫. কুরআনে কারীম সংশ্লিষ্ট

হাদীস নং: ৪৭৪
কুরআনে কারীম সংশ্লিষ্ট
৬. সূরা মূলক ও সূরা ইখলাস পাঠ করা প্রসঙ্গ
রেওয়ায়ত ১৯. হুমায়দ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ (রাহঃ) খবর দিয়াছেন ইবনে শিহাব (রাহঃ)-কে قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ কুরআনের এক-তৃতীয়াংশ আর تَبَارَكَ الَّذِي উহার (পাঠকারী) সাথীর পক্ষে ঝগড়া করবে।
كتاب القرآن
بَاب مَا جَاءَ فِي قِرَاءَةِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ وَتَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ وَأَنَّ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ تُجَادِلُ عَنْ صَاحِبِهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান