আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১৫. কুরআনে কারীম সংশ্লিষ্ট

হাদীস নং: ৪৬৭
৫. কুরআনের সিজদাসমূহ
রেওয়ায়ত ১২. আবু সালামা ইবনে আব্দুর রহমান (রাহঃ) হইতে বর্ণিত, আবু হুরায়রা (রাযিঃ) তাঁহাদের উদ্দেশ্যে* (إِذَا السَّمَاءُ انشَقَّتْ) পাঠ করিলেন এবং এই সূরায় সিজদা করিলেন। তিনি নামায সমাপ্ত করিলে পর তাহাদিগকে জানাইলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এই সূরায় সিজদা করিয়াছেন।

*সূরা ইনশিকাক, ৮৪
بَاب مَا جَاءَ فِي سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ مَوْلَى الْأَسْوَدِ بْنِ سُفْيَانَ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَرَأَ لَهُمْ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ فَسَجَدَ فِيهَا فَلَمَّا انْصَرَفَ أَخْبَرَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ فِيهَا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মুওয়াত্তা মালিক - হাদীস নং ৪৬৭ | মুসলিম বাংলা