আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
১৪. নামাযে ক্বিবলা প্রসঙ্গ
হাদীস নং: ৪৪২
১. শৌচকার্যে গমন করিলে তখন কিবলাকে সামনে রাখা নিষেধ
রেওয়ায়ত ২. জনৈক আনসার সাহাবী (রাযিঃ) হইতে বর্ণিত, শৌচকার্যের সময় কিবলাকে সামনে করিয়া বসিতে রাসূলুল্লাহ (ﷺ) আমাদিগকে নিষেধ করিয়াছেন।
بَاب النَّهْيِ عَنْ اسْتِقْبَالِ الْقِبْلَةِ وَالْإِنْسَانُ عَلَى حَاجَتِهِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ تُسْتَقْبَلَ الْقِبْلَةُ لِغَائِطٍ أَوْ بَوْلٍ


বর্ণনাকারী: