আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
১০. দুই ঈদের অধ্যায়
হাদীস নং: ৪২৪
৬. উভয় ঈদের পূর্বে ও পরে নামায পড়ার অনুমতি
রেওয়ায়ত ১১. আব্দুর রহমান ইবনে কাসিম (রাহঃ) বলেন, তাহার পিতা কাসিম (রাহঃ) ঈদগাহে গমনের পূর্বে চার রাক'আত নামায পড়িতেন।
بَاب الرُّخْصَةِ فِي الصَّلَاةِ قَبْلَ الْعِيدَيْنِ وَبَعْدَهُمَا
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ أَنَّ أَبَاهُ الْقَاسِمَ كَانَ يُصَلِّي قَبْلَ أَنْ يَغْدُوَ إِلَى الْمُصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ


বর্ণনাকারী: