আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
১০. দুই ঈদের অধ্যায়
হাদীস নং: ৪২১
৪. উভয় ঈদের নামাযে কিরাআত ও তকবীরের বর্ণনা
রেওয়ায়ত ৮. উমর ইবনে খাত্তাব (রাযিঃ) আবু ওয়াকিদ লায়সী (রাযিঃ)-কে জিজ্ঞাসা করিলেন, ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে রাসূলুল্লাহ্(ﷺ) কোন কোন সূরা পাঠ করিতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) পাঠ করিতেন সূরা কাফ ও কামার, এই দুই সূরা।
بَاب مَا جَاءَ فِي التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ فِي صَلَاةِ الْعِيدَيْنِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ مَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْأَضْحَى وَالْفِطْرِ فَقَالَ كَانَ يَقْرَأُ بِ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ وَاقْتَرَبَتْ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ
