আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৯. সফরাবস্থায় নামায কসর পড়া
হাদীস নং: ৩৯৮
২৩. নামাযের বিভিন্ন আমল
রেওয়ায়ত ৮০. ইবনে শিহাব (রাহঃ) বলেন- সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) বলিয়াছেনঃ কোন নামায এরূপ যাহার প্রতি রাক'আতে বসিতে হয়? অতঃপর (উত্তরে) সাঈদ বলিলেনঃ উহা মাগরিবের নামায, যখন তোমার উহা হইতে এক রাক'আত ছুটিয়া যায় অর্থাৎ ইমামের সঙ্গে এক রাক'আত না পাইলে তাহাকে সেই রাক’আত আদায় করিতে হইবে, তখন প্রতি রাক'আতেই বসিতে হয়।
মালিক (রাহঃ) বলেনঃ সব নামাযেই এইরূপ নিয়ম।
মালিক (রাহঃ) বলেনঃ সব নামাযেই এইরূপ নিয়ম।
بَاب الْعَمَلِ فِي جَامِعِ الصَّلَاةِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ قَالَ مَا صَلَاةٌ يُجْلَسُ فِي كُلِّ رَكْعَةٍ مِنْهَا ثُمَّ قَالَ سَعِيدٌ هِيَ الْمَغْرِبُ إِذَا فَاتَتْكَ مِنْهَا رَكْعَةٌ وَكَذَلِكَ سُنَّةُ الصَّلَاةِ كُلُّهَا


বর্ণনাকারী: