আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৯. সফরাবস্থায় নামায কসর পড়া

হাদীস নং: ৩৮৩
২১. ইমামকে রুকুতে পাইলে কী করিবে
রেওয়ায়ত ৬৫. মালিক (রাহঃ) বলেনঃ তাহার নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) রুকূতে আস্তে আস্তে হ্যাঁটিতেন।
بَاب مَا يَفْعَلُ مَنْ جَاءَ وَالْإِمَامُ رَاكِعٌ
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، كَانَ يَدِبُّ رَاكِعًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ৩৮৩ | মুসলিম বাংলা