আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৫১৬
২২৮৪. আল্লাহর বাণীঃ আল্লাহর পথে ব্যয় কর এবং তোমরা নিজের হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। আর তোমরা সৎকাজ কর। নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণ লোকদের ভালবাসেন” — (২ঃ ১৯৫)। আয়াতে উল্লাখিত التَّهْلُكَةِ ও الْهَلأَك একই অর্থে ব্যবহৃত।
৪১৬২। ইসহাক (রাহঃ) ......... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত যে, ....... وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ এ আয়াত আল্লাহর পথে ব্যয় করা সম্পর্কে নাযিল হয়েছে।


বর্ণনাকারী: