আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৯. সফরাবস্থায় নামায কসর পড়া

হাদীস নং: ৩৬১
সফরাবস্থায় নামায কসর পড়া
১৩. নামাযে হাত বুলাইয়া কাকর সরানো
রেওয়ায়ত ৪৩. ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) হইতে বর্ণিত, তাহার নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, আবু যর (রাযিঃ) বলিতেনঃ কাঁকর সরাইবার জন্য মাত্র একবার হাত বুলানো যায়। তবে উহা হইতে বিরত থাকাটা লাল বর্ণের উট অপেক্ষাও উত্তম।
كتاب قصر الصلاة فى السفر
بَاب مَسْحِ الْحَصْبَاءِ فِي الصَّلَاةِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ بَلَغَهُ أَنَّ أَبَا ذَرٍّ كَانَ يَقُولُ مَسْحُ الْحَصْبَاءِ مَسْحَةً وَاحِدَةً وَتَرْكُهَا خَيْرٌ مِنْ حُمْرِ النَّعَمِ
মুওয়াত্তা মালিক - হাদীস নং ৩৬১ | মুসলিম বাংলা