আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৯. সফরাবস্থায় নামায কসর পড়া
হাদীস নং: ৩৪৮
৮. সালাতুয যুহা [চাশত ও ইশরাকের নামায]
রেওয়ায়ত ৩০. উম্মুল মু’মিনীন আয়েশা (রাযিঃ) হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি চাশতের নামায আট রাক'আত পড়িতেন ও বলিতেনঃ আমার মা-বাবাকে জিন্দা করিয়া পাঠানো হইলেও আমি এই আট রাক'আতকে ছাড়িব না।
بَاب صَلَاةِ الضُّحَى
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تُصَلِّي الضُّحَى ثَمَانِيَ رَكَعَاتٍ ثُمَّ تَقُولُ لَوْ نُشِرَ لِي أَبَوَاىَ مَا تَرَكْتُهُنَّ
