আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৯. সফরাবস্থায় নামায কসর পড়া
হাদীস নং: ৩৩৭
৬. মুসাফিরের নামায যখন তিনি ইমাম হন অথবা অন্য ইমামের পিছনে নামায পড়েন
রেওয়ায়ত ১৯. সালিম ইবনে আব্দুল্লাহ্ (রাহঃ) তাহার পিতা আব্দুল্লাহ (রাযিঃ) হইতে বর্ণনা করেন যে, উমর ইবনে খাত্তাব (রাযিঃ) যখন মক্কায় আসিতেন তখন তাহাদিগকে দুই রাক'আত নামায পড়াইতেন। (নামায শেষে) বলিতেনঃ হে মক্কাবাসীরা! তোমরা তোমাদের নামায পূর্ণ কর, কেননা আমরা মুসাফির।
আসলাম তাহার পিতা হইতে, তিনি উমর ইবনে খাত্তাব (রাযিঃ) হইতে অনুরূপ রেওয়ায়ত বর্ণনা করিয়াছেন।
আসলাম তাহার পিতা হইতে, তিনি উমর ইবনে খাত্তাব (রাযিঃ) হইতে অনুরূপ রেওয়ায়ত বর্ণনা করিয়াছেন।
بَاب صَلَاةِ الْمُسَافِرِ إِذَا كَانَ إِمَامًا أَوْ كَانَ وَرَاءَ إِمَامٍ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ إِذَا قَدِمَ مَكَّةَ صَلَّى بِهِمْ رَكْعَتَيْنِ ثُمَّ يَقُولُ يَا أَهْلَ مَكَّةَ أَتِمُّوا صَلَاتَكُمْ فَإِنَّا قَوْمٌ سَفْرٌ وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ مِثْلَ ذَلِكَ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, মুসাফির ইমামের পেছনে মুকিম মুসল্লী নামায আদায় করলে মুসাফিরের কসর নামায শেষ হওয়ার পর মুকিম তার বাকী নামায পূর্ণ করবে। এটাই হানাফী মাযহাবের মত। বাদায়েউস সানায়ে’: ১/১০১)


বর্ণনাকারী: