আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৯. সফরাবস্থায় নামায কসর পড়া
হাদীস নং: ৩৩৫
৪. ইকামত (কোন স্থানে অবস্থানের নিয়ত) না করিলে মুসাফির নামায কত রাক’আত পড়িবে
রেওয়ায়ত ১৭. নাফি (রাহঃ) হইতে বর্ণিত, ইবনে উমর (রাযিঃ) মক্কায় দশ রাত্রি পর্যন্ত অবস্থান করিয়াছিলেন এবং নামায কসর পড়িয়াছিলেন। কেবল ইমামের সাথে নামায পড়িলে তখন ইমামের নামাযের মতই পড়িতেন।
بَاب صَلَاةِ الْمُسَافِرِ مَا لَمْ يُجْمِعْ مُكْثًا
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ أَقَامَ بِمَكَّةَ عَشْرَ لَيَالٍ يَقْصُرُ الصَّلَاةَ إِلَّا أَنْ يُصَلِّيَهَا مَعَ الْإِمَامِ فَيُصَلِّيهَا بِصَلَاتِهِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, মুসাফির যদি মুকিম তথা মহল্লাবাসীর পেছনে নামায পড়ে তাহলে তাকে পূর্ণ নামায পড়তে হবে। আর একাকী বা অন্য কোন মুসাফিরের পেছনে পড়লে কসর নামায পড়তে হবে। ইমাম মুহাম্মাদ রহ. হানাফী মাযহাবের সিদ্ধান্ত অনুরূপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন,
مُحَمَّدٌ، قَالَ: أَخْبَرَنَا أَبُو حَنِيفَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ أَنَّهُ قَالَ: إِذَا دَخَلَ الْمُسَافِرُ فِي صَلَاةِ الْمُقِيمِ أَكْمَلَ. قَالَ مُحَمَّدٌ: وَبِهِ نَأْخُذُ، إِذَا دَخَلَ الْمُسَافِرُ مَعَ الْمُقِيمِ وَجَبَ عَلَيْهِ صَلَاةُ الْمُقِيمِ أَرْبَعًا وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
অনুবাদ : হযরত ইবরাহীম নাখাঈ রহ. বলেন, মুসাফির মুকীমের পিছনে নামায পড়লে পুরা নামায পড়বে। ইমাম মুহাম্মাদ রহ. বলেন, আমরা এ মতই গ্রহণ করি। মুসাফির মুকীমের পিছনে নামায পড়লে তার উপর মুকীমের নামায তথা চার রাকাত পড়া আবশ্যক। আর এটাই ইমাম আবু হানিফা রহ.-এর মত। (কিতাবুল আছার, হাদীস নং-১৯০)
مُحَمَّدٌ، قَالَ: أَخْبَرَنَا أَبُو حَنِيفَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ أَنَّهُ قَالَ: إِذَا دَخَلَ الْمُسَافِرُ فِي صَلَاةِ الْمُقِيمِ أَكْمَلَ. قَالَ مُحَمَّدٌ: وَبِهِ نَأْخُذُ، إِذَا دَخَلَ الْمُسَافِرُ مَعَ الْمُقِيمِ وَجَبَ عَلَيْهِ صَلَاةُ الْمُقِيمِ أَرْبَعًا وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
অনুবাদ : হযরত ইবরাহীম নাখাঈ রহ. বলেন, মুসাফির মুকীমের পিছনে নামায পড়লে পুরা নামায পড়বে। ইমাম মুহাম্মাদ রহ. বলেন, আমরা এ মতই গ্রহণ করি। মুসাফির মুকীমের পিছনে নামায পড়লে তার উপর মুকীমের নামায তথা চার রাকাত পড়া আবশ্যক। আর এটাই ইমাম আবু হানিফা রহ.-এর মত। (কিতাবুল আছার, হাদীস নং-১৯০)


বর্ণনাকারী: