আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৯. সফরাবস্থায় নামায কসর পড়া
হাদীস নং: ৩২৮
৩. কত দূরের সফরে নামায কসর পড়া ওয়াজিব হয়
রেওয়ায়ত ১০. নাফি (রাহঃ) হইতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হজ্জ অথবা উমরার উদ্দেশ্যে বাহির হইলে যুলহুলায়ফা* নামক স্থানে নামায কসর পড়িতেন।
*যুল-হুলায়ফা-মদীনা হইতে ছয় মাইল দূরবর্তী একটি জায়গার নাম।
*যুল-হুলায়ফা-মদীনা হইতে ছয় মাইল দূরবর্তী একটি জায়গার নাম।
بَاب مَا يَجِبُ فِيهِ قَصْرُ الصَّلَاةِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا خَرَجَ حَاجًّا أَوْ مُعْتَمِرًا قَصَرَ الصَّلَاةَ بِذِي الْحُلَيْفَةِ


বর্ণনাকারী: