আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৮. জামাআতে নামায পড়া

হাদীস নং: ২৯৮
৫. ইমামের বসিয়া নামায পড়া
রেওয়ায়ত ১৮. উরওয়া (রাহঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) তাহার অসুস্থাবস্থায় ঘর হইতে বাহির হইলেন এবং মসজিদে আগমন করিলেন। আবু বকর (রাযিঃ)-কে লোকের ইমামতি করিতে দেখিলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখিয়া আবু বকর (রাযিঃ) পিছু হটতে চেষ্টা করিলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাহার প্রতি ইশারা করিলেন- তুমি যেইভাবে আছ সেইভাবে থাক। অতঃপর তিনি আবু বকর (রাযিঃ)-এর পার্শ্বে বসিলেন। আবু বকর (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) -এর নামাযকে অনুসরণ করিয়া নামায পড়িতেছিলেন, আর অন্য মুসল্লীগণ নামায পড়িতেছিলেন আবু বকর (রাযিঃ)-এর নামাযকে অনুসরণ করিয়া।
بَاب صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جَالِسٌ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فِي مَرَضِهِ فَأَتَى فَوَجَدَ أَبَا بَكْرٍ وَهُوَ قَائِمٌ يُصَلِّي بِالنَّاسِ فَاسْتَأْخَرَ أَبُو بَكْرٍ فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ كَمَا أَنْتَ فَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَنْبِ أَبِي بَكْرٍ فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالِسٌ وَكَانَ النَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ أَبِي بَكْرٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ২৯৮ | মুসলিম বাংলা