আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৮. জামাআতে নামায পড়া

হাদীস নং: ২৯৫
৪. জামাআতের নামাযে পালনীয় বিধি
রেওয়ায়ত ১৫. ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) হইতে বর্ণিত- এক ব্যক্তি আকিক’ নামক স্থানে লোকের ইমামতি করিত। উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ) লোক প্রেরণ করিয়া তাহাকে ইমামতি করিতে নিষেধ করিলেন।

মালিক (রাহঃ) বললেনঃ তাহাকে তিনি নিষেধ করিয়াছেন এই কারণে যে, তাহার পিতার পরিচয় ছিল না।
بَاب الْعَمَلِ فِي صَلَاةِ الْجَمَاعَةِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ رَجُلًا كَانَ يَؤُمُّ النَّاسَ بِالْعَقِيقِ فَأَرْسَلَ إِلَيْهِ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ فَنَهَاهُ قَالَ مَالِك وَإِنَّمَا نَهَاهُ لِأَنَّهُ كَانَ لَا يُعْرَفُ أَبُوهُ
মুওয়াত্তা মালিক - হাদীস নং ২৯৫ | মুসলিম বাংলা