আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৭. রাত্রে নফল নামায
হাদীস নং: ২৭৪
রাত্রে নফল নামায
৪. ফজর এর (সুবহে সাদিক) পর বিতর পড়া
রেওয়ায়ত ২৭. মালিক (রাহঃ) আব্দুর রহমান ইবনে কাসিম (রাহঃ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ আমি আব্দুল্লাহ্ ইবনে আমীর ইবনে রবী’আ (রাহঃ)-কে বলিতে শুনিয়াছি, (অনেক সময় এমনও হয়) আমি বিতর পড়ি, এমতাবস্থায় আমি ইকামত শুনিতে পাইতেছি অথবা (তিনি বলিয়াছেন) ফজরের পর। আব্দুর রহমান (রাহঃ) কোনটি বলিয়াছেন সেই বিষয়ে রবী’আ (রাহঃ) দ্বিধা প্রকাশ করিয়াছেন।
كتاب صلاة الليل
بَاب الْوِتْرِ بَعْدَ الْفَجْرِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ أَنَّهُ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ يَقُولُ إِنِّي لَأُوتِرُ وَأَنَا أَسْمَعُ الْإِقَامَةَ أَوْ بَعْدَ الْفَجْرِ يَشُكُّ عَبْدُ الرَّحْمَنِ أَيَّ ذَلِكَ قَالَ
বর্ণনাকারী: