আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৭. রাত্রে নফল নামায
হাদীস নং: ২৭১
৪. ফজর এর (সুবহে সাদিক) পর বিতর পড়া
রেওয়ায়ত ২৪. মালিক (রাহঃ) বর্ণনা করেন, তাহার নিকট রেওয়ায়ত পৌছিয়াছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, উবাদা ইবনে সামিত (রাযিঃ), কাসিম ইবনে মুহাম্মাদ (রাযিঃ), আব্দুল্লাহ ইবনে আমির ইবনে রাবীআ (রাহঃ) (তাহারা প্রত্যেকেই) ভোর হওয়ার পর বিতর পড়িয়াছেন।
بَاب الْوِتْرِ بَعْدَ الْفَجْرِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ وَعُبَادَةَ بْنَ الصَّامِتِ وَالْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ وَعَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ قَدْ أَوْتَرُوا بَعْدَ الْفَجْرِ


বর্ণনাকারী: