আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৭. রাত্রে নফল নামায
হাদীস নং: ২৬৬
৩. বিতর (নামায)-এর নির্দেশ
রেওয়ায়ত ১৯. মালিক (রাহঃ) হইতে বর্ণিত, নাফি (রাহঃ) বলিয়াছেনঃ তিনি মক্কার পথে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ)-এর সঙ্গে ছিলেন। তখন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তাই আব্দুল্লাহ (ইবনে উমর) (রাযিঃ) ভোর হওয়ার আশঙ্কা করিলেন এবং এক রাক'আত বিতর পড়িয়া লইলেন। অতঃপর মেঘ দূরীভূত হইলে তিনি দেখিলেন এখনও রাত্রি কিছু অবশিষ্ট আছে। তখন তিনি আর এক রাক'আত দ্বারা জোড় (নামায) করিয়া নিলেন। অতঃপর দুই-দুই রাক'আত করিয়া আরও নামায পড়িলেন। যখন প্রভাত নিকটবর্তী মনে করিলেন তখন এক রাক'আত বিতর পড়িয়া লইলেন।
بَاب الْأَمْرِ بِالْوِتْرِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّهُ قَالَ كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بِمَكَّةَ وَالسَّمَاءُ مُغِيمَةٌ فَخَشِيَ عَبْدُ اللَّهِ الصُّبْحَ فَأَوْتَرَ بِوَاحِدَةٍ ثُمَّ انْكَشَفَ الْغَيْمُ فَرَأَى أَنَّ عَلَيْهِ لَيْلًا فَشَفَعَ بِوَاحِدَةٍ ثُمَّ صَلَّى بَعْدَ ذَلِكَ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فَلَمَّا خَشِيَ الصُّبْحَ أَوْتَرَ بِوَاحِدَةٍ


বর্ণনাকারী: