আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৪৯৯
২২৭৬. মহান আল্লাহর বাণী: হে মু‘মিনগণ! নিহতদের ব্যপারে তোমাদের জন্য কিসাসের (কেউ কাউকে হত্যা করলে, তার বিনিময়ে হত্যা করার বিধান) বিধান দেয়া হয়েছে, স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, ক্রীতদাসের বদলে ক্রীতদাস এবং নারীর বদলে নারী। কিন্তু তার ভাইয়ের পক্ষ থেকে কাউকে কিছু ক্ষমা করে দেয়া হলে যথাযথ বিধির অনুসরণ করতে হবে এবং সততার সঙ্গে তা তাকে প্রদান করতে হবে। এ হলো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ভার লাঘব ও অনুগ্রহ। এরপরও যে সীমালঙ্ঘন করে, তার জন্যে মর্মন্তুদ শাস্তি রয়েছে। (২ঃ ১৭৮) عفى (উফিয়া) অর্থ পরিত্যাগ করে।
৪১৪৭। মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ আনসারী (রাহঃ) ......... আনাস (রাযিঃ) তাদের কাছে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, আল্লাহর কিতাবেই কিসাসের নির্দেশ রয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ৪১৪৭ | মুসলিম বাংলা