আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭২
৫. মাগরিব ও ইশা-এর কিরাআত
রেওয়ায়ত ২৭. আদী ইবনে সাবিত আনসারী (রাহঃ) হইতে বর্ণিত, বারা ইবনে আযির (রাযিঃ) বলিয়াছেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সহিত ইশার নামায পড়িয়ছিলাম। তিনি সেই নামাযে সূরা (والتِّينِ وَالزَّيْتُونِ) পড়িয়ছিলেন।
بَاب الْقِرَاءَةِ فِي الْمَغْرِبِ وَالْعِشَاءِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ الْأَنْصَارِيِّ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ أَنَّهُ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ فَقَرَأَ فِيهَا بِالتِّينِ وَالزَّيْتُونِ
