আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১২০
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
২৪. তাইয়াম্মুমের কার্যাবলি
রেওয়ায়ত ৯০. নাফি (রাহঃ) হইতে বর্ণিত, তিনি স্বয়ং এবং আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) যাত্রা আরম্ভ করিলেন। জুরুফ (جرف) হইতে তাহারা উভয়ে মিরবদ (مربد) নামক স্থানে পৌছার পর আব্দুল্লাহ (রাযিঃ) অবতরণ করলেন এবং পবিত্র মাটি দ্বারা তাইয়াম্মুম করিলেন- তাহার মুখমণ্ডল ও হস্তদ্বয় কনুই পর্যন্ত মাসাহ্‌ করিলেন। অতঃপর নামায পড়িলেন।
كتاب الطهارة
بَاب الْعَمَلِ فِي التَّيَمُّمِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّهُ أَقْبَلَ هُوَ وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مِنْ الْجُرُفِ حَتَّى إِذَا كَانَا بِالْمِرْبَدِ نَزَلَ عَبْدُ اللَّهِ فَتَيَمَّمَ صَعِيدًا طَيِّبًا فَمَسَحَ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثُمَّ صَلَّى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: