আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১১৭
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
২২. জানাবত গোসলের বিবিধ হুকুম
রেওয়ায়ত ৮৭. নাফি’ (রাহঃ) হইতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) পরিধানের কাপড়ে ঘর্মাক্ত হইতেন অথচ তখন তিনি জুনুবী। অতঃপর সেই কাপড়েই গোসলের পর তিনি নামায পড়িতেন।
كتاب الطهارة
بَاب جَامِعِ غُسْلِ الْجَنَابَةِ
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يَعْرَقُ فِي الثَّوْبِ وَهُوَ جُنُبٌ ثُمَّ يُصَلِّي فِيهِ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: