আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১০৪
১৮. দুই লজ্জাস্থানের সঙ্গমে গোসল ওয়াজিব হওয়া
রেওয়ায়ত ৭৪. মাহমুদ ইবনে লবীদ আনসারী (রাযিঃ) যায়দ ইবনে সাবিত আনসারী (রাযিঃ)-এর নিকট প্রশ্ন করিলেন, সেই লোক সম্পর্কে যে লোক নিজের স্ত্রীর সহিত সহবাস করিয়াছে, তারপর ক্লান্ত হইয়া পড়িয়াছে, বীর্য বাহির হয় নাই। তিনি বলিলেনঃ সে গোসল করবে। মাহমুদ (রাযিঃ) বলিলেনঃ উবাই ইবনে কা’ব (রাযিঃ) গোসল (এই অবস্থায়) জরুরী মনে করিতেন না। যায়দ (রাযিঃ) বললেন, মৃত্যুর পূর্বে উবাই ইবনে কা’ব (রাযিঃ) এই মত প্রত্যাহার করিয়াছিলেন।
بَاب وَاجِبِ الْغُسْلِ إِذَا الْتَقَى الْخِتَانَانِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّ مَحْمُودَ بْنَ لَبِيدٍ الْأَنْصَارِيَّ سَأَلَ زَيْدَ بْنَ ثَابِتٍ عَنْ الرَّجُلِ يُصِيبُ أَهْلَهُ ثُمَّ يُكْسِلُ وَلَا يُنْزِلُ فَقَالَ زَيْدٌ يَغْتَسِلُ فَقَالَ لَهُ مَحْمُودٌ إِنَّ أُبَيَّ بْنَ كَعْبٍ كَانَ لَا يَرَى الْغُسْلَ فَقَالَ لَهُ زَيْدُ بْنُ ثَابِتٍ إِنَّ أُبَيَّ بْنَ كَعْبٍ نَزَعَ عَنْ ذَلِكَ قَبْلَ أَنْ يَمُوتَ


বর্ণনাকারী: