আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১০২
১৮. দুই লজ্জাস্থানের সঙ্গমে গোসল ওয়াজিব হওয়া
রেওয়ায়ত ৭২. আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ (রাহঃ) বলেনঃ আমি নবী করীম (ﷺ) এর পত্নী আয়েশা (রাযিঃ)-কে প্রশ্ন করিলাম, কোন কাজ গোসলকে ওয়াজিব করে? তিনি বলিলেনঃ হে আবু সালামা! তুমি জান, তোমার দৃষ্টান্ত কি? তোমার দৃষ্টান্ত হইতেছে মুরগীর বাচ্চার মত*, যে মোরগকে যখন ডাক দিতে শোনে, তখন সেও মোরগের সহিত ডাক দেয়। শোন, (পুরুষের) লজ্জাস্থান (স্ত্রীর) লজ্জাস্থান অতিক্রম করিলে গোসল ওয়াজিব হইবে।
*আবু সালমা (রাঃ) শুধু মিলনে নয় শুক্র নির্গত হইলেই কেবল গোসল ওয়াজিব হইবে- এই মত পোষণকারীদের একজন। আয়েশা (রাঃ) তাহার এই মতের জন্য প্রথমে তাহাকে তিরস্কার করিলেন ও পরে প্রশ্নের উত্তর দিলেন।
*আবু সালমা (রাঃ) শুধু মিলনে নয় শুক্র নির্গত হইলেই কেবল গোসল ওয়াজিব হইবে- এই মত পোষণকারীদের একজন। আয়েশা (রাঃ) তাহার এই মতের জন্য প্রথমে তাহাকে তিরস্কার করিলেন ও পরে প্রশ্নের উত্তর দিলেন।
بَاب وَاجِبِ الْغُسْلِ إِذَا الْتَقَى الْخِتَانَانِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ قَالَ سَأَلْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يُوجِبُ الْغُسْلَ فَقَالَتْ هَلْ تَدْرِي مَا مَثَلُكَ يَا أَبَا سَلَمَةَ مَثَلُ الْفَرُّوجِ يَسْمَعُ الدِّيَكَةَ تَصْرُخُ فَيَصْرُخُ مَعَهَا إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ


বর্ণনাকারী: