আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭৯
১১. নাক হইতে রক্ত প্রবাহিত হইলে কি করিতে হয় তাহার বর্ণনা
রেওয়ায়ত ৪৯. আব্দুর রহমান ইবনে হারমলা আসলামী (রাহঃ) বলেনঃ আমি সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ)-কে দেখিয়াছি নকসীরের কারণে তাহার নাক হইতে রক্ত প্রবাহিত হইতেছিল, এমনকি তাহার নাক হইতে প্রবাহিত রক্তের দ্বারা তাহার আঙুল রঞ্জিত হইয়া গেল। অতঃপর তিনি নামায পড়িলেন অথচ ওযু করিলেন না।*

* রক্ত যদি বহিয়া যায় বা বিন্দু বিন্দু হইয়া পতিত হয় তবে হানাফী মতানুসারে ওযূ নষ্ট হইবে। -আওজায।
بَاب الْعَمَلِ فِي الرُّعَافِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ الْأَسْلَمِيِّ أَنَّهُ قَالَ رَأَيْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يَرْعُفُ فَيَخْرُجُ مِنْهُ الدَّمُ حَتَّى تَخْتَضِبَ أَصَابِعُهُ مِنْ الدَّمِ الَّذِي يَخْرُجُ مِنْ أَنْفِهِ ثُمَّ يُصَلِّي وَلَا يَتَوَضَّأُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ৭৯ | মুসলিম বাংলা