আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬৯
৭. মাথা ও দুই কান মাসাহ্‌-এর বর্ণনা
রেওয়ায়ত ৩৯. হিশাম ইবনে উরওয়াহ (রাহঃ) বলেনঃ আবু উরওয়াহ ইবনে যুবাইর (রাহঃ) পাগড়ি খুলিয়া ফেলিতেন এবং পানি দ্বারা মাথা মাসাহ্‌ করিতেন।
بَاب مَا جَاءَ فِي الْمَسْحِ بِالرَّأْسِ وَالْأُذُنَيْنِ
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، أَنَّ أَبَاهُ، عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ كَانَ يَنْزِعُ الْعِمَامَةَ وَيَمْسَحُ رَأْسَهُ بِالْمَاءِ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান