আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৪১২৯
আন্তর্জতিক নং: ৪৪৮১
পরিচ্ছেদঃ ২২৬০. মহান আল্লাহর বাণীঃ আমি কোন আয়াত রহিত করলে অথবা বিস্মৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। (২ঃ ১০৬)
৪১২৯। আমর ইবনে আলী (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রাযিঃ) বলেন, উবাই (রাযিঃ) আমাদের মধ্যে শ্রেষ্ঠতম কারী, আর আলী (রাযিঃ) আমাদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক। কিন্তু আমরা উবাই (রাযিঃ) এর সব কথাই গ্রহণ করি না। কারণ উবাই (রাযিঃ) বলেন, আমি রাসূল (ﷺ) থেকে যা শুনেছি তা ছেড়ে দিতে পারি না। অথচ আল্লাহ তাআলা বলে, আমি যে আয়াত রহিত করি অথবা বিস্মৃত হতে দেই ......... (২ঃ ১০৬)।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন