আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৪১২৬
আন্তর্জাতিক নং: ৪৪৭৮
- কুরআনের তাফসীর অধ্যায়
২২৫৮. মহান আল্লাহর বাণীঃ ;আর আমি মেঘদ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, এবং তোমাদের নিকট মান্না ও সালওয়া প্রেরণ করলাম । (বলেছিলাম) তোমাদের জন্য যা পবিত্র যা আমি দান করেছি তা হতে আহার কর। তারা আমার প্রতি কোন যুলুম করেনি বরং তারা নিজেদের উপরই যুলুম করেছিল । (সূরা আল-বাক্বারা ২ঃ ৫৭) মুজাহিদ (রাহঃ) বলেন, মান্না শিশির জাতীয় সুস্বাদু খাদ্য (যা পাথর ও গাছের উপর অবতীর্ণ হতো পরে জমে যেত ব্যাঙের ছাতার মত) আর সালওয়া-পাখি।
৪১২৬। আবু নুআইম (রাহঃ) ......... সাঈদ ইবনে যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেনঃالْكَمْأَةُ مِنَ الْمَنِّ আল কাম্আত (মাশরূম) মান্না জাতীয়। আর তার পানি চক্ষু রোগের শিফা।
كتاب التفسير
بَابٌ: وَقَوْلُهُ تَعَالَى: {وَظَلَّلْنَا عَلَيْكُمُ الغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْكُمُ المَنَّ وَالسَّلْوَى كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ} [البقرة: 57] وَقَالَ مُجَاهِدٌ: " المَنُّ: صَمْغَةٌ، وَالسَّلْوَى: الطَّيْرُ "
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْكَمْأَةُ مِنَ الْمَنِّ، وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ ".
বর্ণনাকারী: