আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৪৭৮
২২৫৮. মহান আল্লাহর বাণীঃ ;আর আমি মেঘদ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, এবং তোমাদের নিকট মান্না ও সালওয়া প্রেরণ করলাম । (বলেছিলাম) তোমাদের জন্য যা পবিত্র যা আমি দান করেছি তা হতে আহার কর। তারা আমার প্রতি কোন যুলুম করেনি বরং তারা নিজেদের উপরই যুলুম করেছিল । (সূরা আল-বাক্বারা ২ঃ ৫৭) মুজাহিদ (রাহঃ) বলেন, মান্না শিশির জাতীয় সুস্বাদু খাদ্য (যা পাথর ও গাছের উপর অবতীর্ণ হতো পরে জমে যেত ব্যাঙের ছাতার মত) আর সালওয়া-পাখি।
৪১২৬। আবু নুআইম (রাহঃ) ......... সাঈদ ইবনে যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেনঃالْكَمْأَةُ مِنَ الْمَنِّ আল কাম্আ‌ত (মাশরূম) মান্না জাতীয়। আর তার পানি চক্ষু রোগের শিফা।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন