আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১. নামাযের সময়সূচী

হাদীস নং: ১২
নামাযের সময়সূচী
১. পাঁচ ওয়াক্তের সময়
রেওয়ায়ত ১২. কাসিম ইবনে মুহাম্মাদ (রাহঃ) বলেন, যোহরের নামায লোকদিগকে সূর্য ঢলার বেশ কিছুক্ষণ পর পড়িতে আমি পাইয়াছি।
كتاب وقوت الصلاة
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، أَنَّهُ قَالَ مَا أَدْرَكْتُ النَّاسَ إِلاَّ وَهُمْ يُصَلُّونَ الظُّهْرَ بِعَشِيٍّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: