আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১. নামাযের সময়সূচী

হাদীস নং:
নামাযের সময়সূচী
১. পাঁচ ওয়াক্তের সময়
রেওয়ায়ত ২. উরওয়াহ (রাহঃ) বলিলেনঃ নবী করীম (ﷺ) এর সহধর্মিণী আয়েশা (রাযিঃ) আমার নিকট হাদীস বর্ণনা করিয়াছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন আসর পড়িতেন তখনও সূর্যের আলো আয়েশার হুজরাতে থাকিত, আলো ঘরের মেঝে হইতে প্রাচীরে উঠার পূর্বে।
كتاب وقوت الصلاة
باب وقوت الصلاة
قَالَ عُرْوَةُ وَلَقَدْ حَدَّثَتْنِي عَائِشَةُ زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا قَبْلَ أَنْ تَظْهَرَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)