মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৯৪
তৃতীয় অনুচ্ছেদ - এ উম্মতের [উম্মতে মুহাম্মাদী (সা.)-এর] সাওয়াবের বিবরণ
৬২৯৪। হযরত বাহয ইবনে হাকীম তাঁহার পিতা হইতে, তিনি তাঁহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছেন যে, তিনি আল্লাহর কালাম— كُنْتُمْ خير أُمَّةٍ أًّخرجت للنَّاس এই আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন, তোমরাই সত্তরতম উম্মতকে পরিপূর্ণ করিলে। তোমরাই সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ্ তা'আলার দৃষ্টিতে সর্বাপেক্ষা উত্তম ও মর্যাদাবান উম্মত। —তিরমিযী, ইবনে মাজাহ ও দারেমী এবং ইমাম তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান।
وَعَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي قَوْلِهِ تَعَالَى: [كُنْتُمْ خير أُمَّةٍ أًّخرجت للنَّاس] قَالَ: «أَنْتُمْ تُتِمُّونَ سَبْعِينَ أُمَّةً أَنْتُمْ خَيْرُهَا وَأَكْرَمُهَا عَلَى اللَّهِ تَعَالَى» رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ
হাদীসের ব্যাখ্যা:
পৃথিবীতে আল্লাহ্ তা'আলার নবীদের মাধ্যমে যেসকল বিরাট ও উল্লেখযোগ্য উম্মতের আবির্ভাব ঘটিয়াছে, তাহাদের সর্বমোট সংখ্যা হইল সত্তর এবং এই সত্তরতম সংখ্যা পূরণকারী হইল উম্মতে মুহাম্মদী। কাজেই তোমাদের নবী যেমন খাতেমুল আম্বিয়া, অনুরূপভাবে তোমরাও খাতেমুল উমাম ।
