মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৮৬
দ্বিতীয় অনুচ্ছেদ - এ উম্মতের [উম্মতে মুহাম্মাদী (সা.)-এর] সাওয়াবের বিবরণ
৬২৮৬। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার উম্মতের উদাহরণ হইল বৃষ্টির ন্যায়, যাহার সম্পর্কে (দৃঢ়তার সাথে) বলা যায় না, উহার প্রথমাংশ উত্তম, নাকি শেষাংশ ? – তিরমিযী
الْفَصْل الثَّانِي
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ أُمَّتِي مَثَلُ الْمَطَرِ لَا يُدْرَى أَوَّلُهُ خَيْرٌ أَمْ آخِرُهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

উপকারিতার দিক দিয়া যেমন বৃষ্টির প্রথম ও শেষ অংশের মধ্যে পার্থক্য করা যায় না, তেমনই উম্মতে মুহাম্মদীরও সর্বযুগ উত্তম। তবে হ্যাঁ, মর্যাদায় সাহাবায়ে কেরাম যে উত্তম, ইহাতে কাহারও দ্বিমত নাই। নবী (ﷺ) বলিয়াছেনঃ خَيْرُ النَّاسِ قَرْنِي ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ অর্থঃ “যুগসমূহের মধ্যে উত্তম যুগ হইল আমার যুগ, তারপর যাহারা তাঁহাদের নিকটবর্তী, তারপর যাহারা তাঁহাদের নিকটবর্তী।” বস্তুত উপকারিতার প্রতি লক্ষ্য করিলে শেষ যুগকে সার্বিকভাবে মন্দ বলা যায় না। কেননা, মুহাদ্দেসীন, সালেহীন, ফকীহ-মুজতাহেদীন এই যুগে বিদ্যমান রহিয়াছেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬২৮৬ | মুসলিম বাংলা