মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৫৬
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
তৃতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৫৬। হযরত খালেদ ইবনে ওলীদ (রাঃ) বলেন, একবার আমার ও আম্মার ইবনে ইয়াসিরের মধ্যে (কোন এক ব্যাপারে) বাগ-বিতণ্ডা হইল। ইহাতে আমি তাঁহাকে শক্ত কথা বলিলাম। তখন আম্মার যাইয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করিলেন। এমন সময় খালেদও নবী (ﷺ)-এর নিকট আসিয়া আম্মারের বিরুদ্ধে নালিশ করিলেন। বর্ণনাকারী বলেন, তখন খালেদ তাহাকে শক্ত কথা বলিতে লাগিলেন এবং তাঁহার কঠোরতা আরও বৃদ্ধি পাইতে লাগিল। তখন নবী (ﷺ) চুপ করিয়া ছিলেন। কোন কথা বলিতেছিলেন না। তখন এই অবস্থা দেখিয়া আম্মার কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি কি খালেদের ব্যবহার দেখিতেছেন না। এইবার নবী (ﷺ) মস্তক মুবারক উঠাইলেন এবং বলিলেনঃ যে ব্যক্তি আম্মারের সাথে দুশমনী রাখিবে, আল্লাহও তাহার সাথে দুশমনী রাখিবেন এবং যে ব্যক্তি আম্মারের সাথে বিদ্বেষভাব পোষণ করিবে, আল্লাহ্ তাহার প্রতি নারায হইবেন। খালেদ বলেন, [নবী (ﷺ)-এর মুখে এই কথা শুনিয়া] তখনই আমি তথা হইতে বাহির হইয়া পড়িলাম এবং যেকোনভাবে আম্মারকে সন্তুষ্ট করা অপেক্ষা কোন কিছুই আমার কাছে প্রিয়তর ছিল না। অতঃপর আমি এমনভাবে তাঁহার সাথে মিলিত হইলাম যাহাতে তিনি আমার প্রতি সন্তুষ্ট হইয়া যান। অবশেষে তিনি আমার প্রতি সন্তুষ্ট হইয়া গেলেন।
كتاب المناقب
وَعَنْ خَالِدِ بْنِ الْوَلِيدِ قَالَ: كَانَ بَيْنِي وَبَيْنَ عَمَّارِ بْنِ يَاسِرٍ كَلَامٌ فَأَغْلَظْتُ لَهُ فِي الْقَوْلِ فَانْطَلَقَ عَمَّارٌ يَشْكُونِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ خَالِدٌ وَهُوَ يشكوه إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَجَعَلَ يُغْلِظُ لَهُ وَلَا يَزِيدُهُ إِلَّا غِلْظَةً وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاكِتٌ لَا يَتَكَلَّمُ فَبَكَى عَمَّارٌ وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَلَا تَرَاهُ؟ فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَسَهُ وَقَالَ: «مَنْ عَادَى عَمَّارًا عَادَاهُ اللَّهُ وَمَنْ أَبْغَضَ عَمَّارًا أَبْغَضَهُ اللَّهُ» . قَالَ خَالِدٌ: فَخَرَجْتُ فَمَا كَانَ شَيْءٌ أَحَبَّ إِلَيَّ من رضى عمار فَلَقِيته بِمَا رَضِي فَرضِي