মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৫৪
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৫৪। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সম্মুখে আজমী (অনারব) লোকদের আলোচনা উঠিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তোমাদের অথবা বলিলেন, তোমাদের কিছুসংখ্যক অপেক্ষা সেই আজমীগণ অথবা বলিলেন, তাহাদের কতিপয় লোক আমার নিকট অধিক নির্ভরযোগ্য।—তিরমিযী
وَعَنْهُ قَالَ: ذُكِرَتِ الْأَعَاجِمُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَأَنَا بِهِمْ أَوْ بِبَعْضِهِمْ أَوْثَقُ مِنِّي بِكُمْ أَوْ بِبَعْضِكُمْ رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
বাহ্যিক অর্থে বুঝা যায়, আরবদের উপর আজমীদের মর্যাদা দেওয়া হইয়াছে। বস্তুত এখানে নির্দিষ্ট গোত্রকে লক্ষ্য করিয়া নবী (ﷺ) উক্ত কথাটি বলিয়াছেন। নতুবা সার্বিকভাবে আজমীদের উপর আরবীদের মর্যাদা অনস্বীকার্য।
