মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৫২
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৫২। হযরত জাবের (রাঃ) বলেন, একদা হাতের (ইবনে আবু বালতাআ)-এর একটি গোলাম নবী (ﷺ)-এর নিকট আসিয়া হাতেবের বিরুদ্ধে অভিযোগ করিল এবং সে বলিল, ইয়া রাসূলাল্লাহ্। (আমার উপর এইরূপ নির্যাতন চালানোর দরুন) হাতের তো নিশ্চয় দোযখে যাইবে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তুমি মিথ্যা বলিতেছ। সে দোযখে যাইবে না। কেননা, সে বদর ও হোদায়বিয়ায় শরীক ছিল। —মুসলিম
وَعَنْ جَابِرٍ أَنَّ عَبْدًا لِحَاطِبٍ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْكُو حَاطِبًا إِلَيْهِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ لَيَدْخُلَنَّ حَاطِبٌ النَّار فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كذبت لَا يدخلهَا فَإِنَّهُ شهد بَدْرًا وَالْحُدَيْبِيَة» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

বদর যুদ্ধে ও হোদায়বিয়ার সন্ধিতে তথা বায়আতে রেওয়ানে অংশগ্রহণকারী সাহাবাদিগকে আল্লাহ্ তা'আলা তাঁহার বিশেষ অনুগ্রহে এমন ধরনের অপরাধ হইতে সংরক্ষণের ওয়াদা করিয়াছেন, যাহার কারণে তাহাদিগকে দোযখে যাইতে হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬২৫২ | মুসলিম বাংলা