মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২২৯
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২২৯। হযরত জাবের (রাঃ) বলেন, (হোদায়বিয়ার সফরকালে) রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন এমন কে আছ যে মুরার গিরিপথে আরোহণ করিবে, ইহাতে তাহার কৃত গোনাহসমূহ এমনভাবে দূর হইবে, যেমনটি দূরীভূত হইয়াছিল বনী ইসরাঈল হইতে। (বর্ণনাকারী হযরত জাবের বলেন,) সুতরাং আমাদের অর্থাৎ, মদীনার খাযরাজ গোত্রীয়দের ঘোড়াই সর্বপ্রথম উক্ত গিরিপথে আরোহণ করিল। অতঃপর অন্যান্য লোকেরা অনুসরণ করে। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, লাল বর্ণের উটের মালিক ব্যতীত তোমাদের সকলকে মাফ করা হইয়াছে। (বর্ণনাকারী হযরত জাবের বলেন, অতঃপর আমরা সেই লাল উটের মালিকের কাছে আসিয়া বলিলাম, তুমি চল, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্যও মাফ চাহিবেন। সে বলিল, তোমাদের বন্ধুর পক্ষ হইতে আমার জন্য ক্ষমা চাওয়া অপেক্ষা আমার হারানো জিনিসটা পাওয়াই আমার কাছে অধিক প্রিয়। -মুসলিম
হযরত আনাসের বর্ণিত হাদীস, রাসূলুল্লাহ্ (ছাঃ) হযরত উবাই ইবনে কা'বকে বলিয়াছেন, আল্লাহ্ তা'আলা আমাকে নির্দেশ করিয়াছেন “যেন আমি তোমাকে কুরআন পড়িয়া শুনাই ফাযায়েলে কুরআনের পরের অধ্যায়ে বর্ণনা করা হইয়াছে।
كتاب المناقب
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَصْعَدِ الثَّنِيَّةَ ثَنِيَّةَ الْمُرَارِ فَإِنَّهُ يُحَطُّ عَنْهُ مَا حُطَّ عَنْ بَنِي إِسرائيل» . وَكَانَ أَوَّلَ مَنْ صَعِدَهَا خَيْلُنَا خَيْلُ بَنِي الْخَزْرَجِ ثُمَّ تَتَامَّ النَّاسُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّكُمْ مَغْفُورٌ لَهُ إِلَّا صَاحِبَ الْجَمَلِ الْأَحْمَرِ» . فَأَتَيْنَاهُ فَقُلْنَا: تَعَالَ يَسْتَغْفِرْ لَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَأَنْ أَجِدَ ضَالَّتِي أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَسْتَغْفِرَ لِي صَاحِبُكُمْ. رَوَاهُ مُسْلِمٌ وَذَكَرَ حَدِيثَ أَنَسٍ قَالَ لِأُبَيِّ بْنِ كَعْبٍ: «إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ» فِي «بَابٍ» بعدَ فَضَائِل الْقُرْآن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬২২৯ | মুসলিম বাংলা