মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২১৭
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২১৭। হযরত আনাস (রাঃ) বলেন, আল্লাহ্ তা'আলা যখন তাঁহার রাসুল (ছাঃ)-কে হাওয়াযেন গোত্রের সম্পদরাজি গনীমত আকারে হস্তগত করাইলেন, তখন তিনি উহা হইতে কোরাইশদের বিশেষ বিশেষ লোককে একশত করিয়া উট প্রদান করিলেন। ইহা দেখিয়া আনসারদের কিছু লোক বলিল, আল্লাহ্ তাহার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করুন। তিনি আমাদিগকে না দিয়া কোরাইশদিগকে প্রদান করিতেছেন, অথচ (ইসলামের জন্য) আমাদের তরবারি হইতে এখনও তাহাদের রক্ত ঝরিতেছে। (বর্ণনাকারী হযরত আনাস বলেন,) তাহাদের এই কথা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান হইলে তিনি লোক পাঠাইয়া আনসারদিগকে ডাকিয়া চামড়ায় নির্মিত একটি তাবুর মধ্যে সমবেত করিলেন এবং তাহারা (আনসারগণ) ব্যতীত আর কাহাকেও তথায় ডাকিলেন না। অতঃপর যখন তাহারা সমবেত হইলেন, তখন রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে গিয়া বলিলেন: ইহা কেমন কথা, যাহা আমি তোমাদের পক্ষ হইতে শুনিতে পাইতেছি? তখন তাহাদের জ্ঞানী লোকেরা বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। আমাদের বুদ্ধিমান লোকেরা কিছুই বলেন নাই, অবশ্য কিছুসংখ্যক অল্পবয়স্ক তরুণ বলিয়াছে যে, আল্লাহ্ তাহার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করুন, তিনি আনসারদেরে রাখিয়া কোরাইশদিগকে প্রদান করিতেছেন। অথচ আমাদের তরবারি হইতে তাহাদের শোণিত এখনও ঝরিতেছে। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সবেমাত্র কুফর পরিত্যাগ করিয়াছে এমন কিছু লোককে (ইসলামের প্রতি আকৃষ্ট ও তাহাদের মনঃতুষ্টির জন্য) মাল-সম্পদ প্রদান করিতেছি। তোমরা কি ইহাতে সন্তুষ্ট নও যে, এই সমস্ত লোকেরা অর্থ-সম্পদ লইয়া চলিয়া যাক, আর তোমরা আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করিয়া বাড়ী ফিরিয়া যাও? তাহার এই কথা শুনিয়া আনসারগণ সকলেই বলিলেন, হ্যাঁ, ইয়া রাসুলাল্লাহ্। আপনি যাহা বলিয়াছেন, ইহাতে আমরা সন্তুষ্ট আছি। --মোত্তাঃ
كتاب المناقب
وَعَنْ أَنَسٍ قَالَ: إِنَّ نَاسًا مِنَ الْأَنْصَارِ قَالُوا حِينَ أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَمْوَالِ هَوَازِنَ مَا أَفَاءَ فَطَفِقَ يُعْطِي رِجَالًا مِنْ قُرَيْشٍ الْمِائَةَ مِنَ الْإِبِلِ فَقَالُوا: يَغْفِرُ اللَّهُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْطِي قُرَيْشًا وَيَدَعُنَا وَسُيُوفُنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ فَحَدَّثَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَقَالَتِهِمْ فَأَرْسَلَ إِلَى الْأَنْصَارِ فَجَمَعَهُمْ فِي قُبَّةٍ مَنْ أَدَمٍ وَلَمْ يَدْعُ مَعَهُمْ أَحَدًا غَيْرَهُمْ فَلَمَّا اجْتَمَعُوا جَاءَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم فَقَالَ: «مَا كَانَ حَدِيثٌ بَلَغَنِي عَنْكُمْ؟» فَقَالَ فُقَهَاؤُهُمْ: أَمَّا ذَوُو رَأْيِنَا يَا رَسُولَ اللَّهِ فَلَمْ يَقُولُوا شَيْئًا وَأَمَّا أُنَاسٌ مِنَّا حَدِيثَةٌ أَسْنَانُهُمْ قَالُوا: يَغْفِرُ اللَّهُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْطِي قُرَيْشًا وَيَدَعُ الْأَنْصَارَ وَسُيُوفُنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي أُعْطِي رِجَالًا حَدِيثِي عَهْدٍ بِكُفْرٍ أَتَأَلَّفُهُمْ أَمَا تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالْأَمْوَالِ وَتَرْجِعُونَ إِلَى رِحَالِكُمْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» . قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قد رَضِينَا. مُتَّفق عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান