মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২১৩
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২১৩। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একবার আমার ও আমার মা এবং পরিবারস্থ সকলের জন্য এইভাবে দোআ করিলেন) এবং বলিলেন: হে আল্লাহ্ তোমার নগণ্য এই বান্দা আবু হোরায়রাকে এবং তাহার মাতাকে সমস্ত ঈমানদারদের জন্য প্রিয়তর বানাইয়া দাও। আর সমস্ত ঈমানদারদিগকেও ইহাদের কাছে প্রিয়তর বানাইয়া দাও। -মুসলিম
كتاب المناقب
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ حَبِّبْ عُبَيْدَكَ هَذَا» يَعْنِي أَبَا هُرَيْرَةَ «وَأُمَّهُ إِلَى عِبَادِكَ الْمُؤْمِنِينَ وَحَبِّبْ إِليهم الْمُؤمنِينَ» . رَوَاهُ مُسلم