আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৪৬৬
২২৪৯. নবী কারীম (ﷺ)- এর ওফাত
৪১১৪। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) .... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তেষট্টি বছর বয়সে রাসূলুল্লাহ (ﷺ)- এর ওফাত হয়। ইবনে শিহাব যুহরী (রাহঃ) বলেন, আমাকে সাঈদ ইবনে মুসাইয়্যাব এরূপই অবহিত করেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন