আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৪৬৪
২২৪৯. নবী কারীম (ﷺ)- এর ওফাত
৪১১৩। আবু নুআইম (রাহঃ) .... আয়েশা ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী কারীম (ﷺ) নুযুলে কুরআনের দশ বছর মক্কায় বসবাস করেছেন* এবং মদীনাতেও দশ বছর কাটান।
নুযুলে কুরআনের সময় মক্কায় মোট ১৩ বছর। তবে প্রথম নাযিলের পর তিন বছরকাল ওহী বন্ধ থাকে এ জন্য এখানে দশ বছর বলা হয়েছে।