মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২০৪
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২০৪। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যমানায় এই চার ব্যক্তি পূর্ণ কোরআন মজীদ মুখস্থ করিয়াছিলেন---উবাই ইবনে কা'ব, মুআয ইবনে জাবাল, যায়দ ইবনে সাবেত ও আবু যায়দ। হযরত আনাসকে জিজ্ঞাসা করা হইল, আবু যায়দ কে? তিনি বলিলেন আমার এক চাচা। মোত্তাঃ
كتاب المناقب
وَعَن أنس قَالَ: جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَةٌ: أُبَيُّ بْنِ كَعْبٍ وَمُعَاذِ بْنِ جَبَلٍ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَأَبُو زَيْدٍ قِيلَ لِأَنَسٍ: مَنْ أَبُو زَيْدٍ؟ قَالَ: أحد عمومتي. مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, আনসারদের মধ্যে এই চারজনই পূর্ণ কোরআনের হাফেয ছিলেন। অন্যথায় মুহাজিরদের মধ্যে অনেকেই পূর্ণ কোরআনের হাফেয ছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান