মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৯৮
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৯৮। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, আমি ও আমার ভাই ইয়ামন হইতে (মদীনায়) আগমন করিলাম এবং বেশ কিছুদিন (মদীনার) অবস্থান করিলাম। আমরা ইহাই মনে করিতাম যে, আব্দুল্লাহ্ ইবনে মাসউদ নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেরই একজন সদস্য। কেননা, আমরা তাহাকে এবং তাহার মাতাকে প্রায়ই নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে যাতায়াত করিতে দেখিতাম। -মোত্তাঃ
كتاب المناقب
وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ: قَدِمْتُ أَنَا وَأَخِي مِنَ الْيَمَنِ فَمَكَثْنَا حِينًا مَا نَرَى إِلَّا أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا نُرَى مِنْ دُخُولِهِ وَدُخُولِ أُمِّهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. مُتَّفَقٌ عَلَيْهِ